আনোয়ারায় বাস ব্রেকফেল হয়ে আহত ৩
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বাস ব্রেকফেল করে বিপরীত দিক থেকে আসা কার্গো ট্রাকের সাথে সংঘর্ষে লেগে মহিলাসহ ৩জন আহত হয়েছেন।
সোমবার (১৪-জুন) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের সরকার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক আহত কারো পরিচয় পাওয়া যাইনি। পরবর্তীতে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করে নুর জাহান (৫৫) নামে এক মহিলার চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
স্থানীয়রা জানান , বাঁশখালী থেকে ছেড়ে আসা একটি বাস হঠাৎ ব্রেকফেল করে । এই অবস্থায় দ্রুত গতিতে আধ কিলোমিটার চলার পর তৈলারদ্বীপ গরুর বাজারের সামনে এসে শহর থেকে আসা কার্গো ট্রাকের সাথে ধাক্কা লাগে এতে কার্গো চালক ও হেলপার সহ বাসের সামনে থাকা কয়েকজন আহত হয় ।
এই বিষয়ে আনোয়ারা থানার ডিউটি অফিসার এ এস আই নুর নাহারের সাথে কথা বললে তিনি জানান,ঘটনা স্থলে আমাদের ফোর্স গেছে। ওনারা না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।