না ফেরার দেশে চলে গেলেন ঢাকা কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক শাহাদাত হোসেন
মো: ফেরদৌস রহমান (আড়াইহাজার):
রোববার (১৩ জুন) রাত ১০ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তে জীবনের সাথে চলা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, ঢাকা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহাদাত হোসেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
তার মৃত্যুতে আমরা সকলে শোকাহত, এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা।
রাতে বিষয়টি গণযোগাযোগ মাধ্যম ফেইসবুকে নিশ্চিত করেন ঢাকা কলেজ ইংরেজি বিভাগের চেয়ারম্যান পুরঞ্জয় বিশ্বাস। তিনি ফেইসবুকে লিখেন " শাহাদাত হোসেন আর নেই। আজ রাত ১০ টায় তিনি না ফেরার দেশে চলে গেলেন। তার মৃত্যুতে আমরা গভীর শোকাহত। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি সৃষ্টিকর্তা যেন সদয় হোন, এবং শোক সহিবার মতো শক্তি দান করেন।"
ঢাকা কলেজের অধ্যক্ষ আইকে সেমিল উল্লাহ খন্দকার শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে ঢাকা কলেজ পরিবার শোকাহত। তিনি বলেন, শাহাদাত স্যারের মৃত্যুতে আমরা শোকাহত। তার শান্তি কামনা করছি। তিনি বিসিএস ১৮ ব্যাচের কর্মকর্তা ছিলেন।
সকাল আনুমানিক ৯টায় ঢাকা কলেজ খেলার মাঠে শাহাদত হোসেনের জানাজা অনুষ্ঠিত হবে।
প্রিয় স্যারের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন প্রথম বর্ষে পড়ুয়া অনেক শিক্ষার্থী সহ সকলে।
১ম বর্ষের একজন শিক্ষার্থী বলেন, " আমাদের বইয়ের গল্প শেষ করার আগেই, জীবন গল্প শেষ হয়ে গেলো স্যারের। বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন।
আরো বলেন, স্যার চিকিৎসাধীন আছে শুনেছি, কিন্তু কখনও ভাবিনি এভাবেই অচিরে শেষ নিঃশ্বাস ফেলে আমাদের একা করে চলে যাবেন।"
শাহাদত হোসেনের মৃত্যুতে পুরো ঢাকা কলেজে বইছে শোকের হাওয়া। তার আত্মার মাগফেরাত কামনা করছি।