সালথায় জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবিতে বিভিন্ন সংগঠনের মানববন্ধন
জাকির হোসেন (সালথা):
ফরিদপুরের সালথায় বল্লভদীর বাউষখালী জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ছোট বড় মোট ১৬টি সংগঠন। উপজেলার সচেতন নাগরিক সমাজের উদ্যোগে ”বাউষখালী জমিদার বাড়ি, সবাই মিলে সংরক্ষণ করি” শ্লোগানকে সামনে রেখে রবিবার (১৩ জুন) বেলা ১০ টায় সালথা উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে, বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) ছাড়াও ফরিদপুর জেলার শান্তির আহ্বান ( সালথা), ফরিদপুর সিটি পেজ , ঘুরি-ফিরি ফরিদপুর গ্রুপ, ওয়েলফেয়ার সোসাইটি, ফরিদপুর, প্রভাতের হাসি ফাউন্ডেশন, কানামাছি ভোঁ ভোঁ, ফরিদপুর সাইক্লিস্ট কমিউনিটি, সালথা উপজেলা শাখা, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এস্যোসিয়েশন অব সালথা, চলো পাল্টাই ( ফরিদপুর), মানুষ মানুষের জন্য (ফরিদপুর), সেপটস ফোর( সদরপুর), কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ (ক্যাব), সালথা উপজেলা শাখা, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সালথা উপজেলা শাখা, উৎসর্গ পরিবার , ফরিদপুর এক্সপ্রেস, ফরিদপুর পরিবার, সালথা প্রেসক্লাব, প্রভাতের হাসি ফাউন্ডেশন বল্লভদী, আমরা করবো জয় ফরিদপুর, উই কেয়ার ফরিদপুর, সালথা রেড ক্রিসেন্ট মানবতার কল্যাণে ফরিদপুরসহ মোট ২১ টি ও সালথার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা বলেন, সালথা উপজেলার একমাত্র ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা বাউষখালী জমিদার বাড়ি সংস্কার ও সংরক্ষণের জোর দাবী জানায়। সেই সাথে জমিদার বাড়িটি সংস্কার করে একটি আধুনিক পর্যটন কেন্দ্র তৈরী করার অনুরোধ জানান। তাদের দাবী বাস্তবায়ন না হলে তারা আরো কঠোর আন্দোলন করার কথা বলেন। এ সময় বক্তারা উক্ত বাড়িটি সংস্কার ও সংরক্ষনের জন্য সৈয়দা সাজেদা চৌধুরী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন।
সালথা উপজেলা নিবাহী কর্মকর্তা মোহাম্মাদ হাসিব সরকার বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। বাড়িটি নিয়ে যাতে কেউ কোন ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে যে ব্যাপারে সতর্ক আছি।
প্রসঙ্গত, এই সিংহ পরিবারের ঐতিহ্যের শেষ চিহ্ন হিসেবে ১টি মন্দির, ২টি পুরাতন বিল্ডিং রয়েছে। যাহা দেখতে ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে মানুষ দেখতে ভীড় জমায়। বর্তমানে উক্ত বাড়িতে কেউ থাকে না। এই সুযোগে একটি মহল উক্ত বাড়িটি দখল করার পায়তারা করছে। এরই ধারাবাহিকতায় রাতের আধারে এই পুরাতন ভবনের ছাদ ভেঙ্গে ফেলার পায়তারা করছে। উক্ত বাড়িটি সংস্কার ও সংরক্ষণ করার জন্য বিভিন্ন সংগঠন আলাদা আলাদা ব্যানারে মানববন্ধনে অংশ নেয়।