পটুয়াখালীতে আইনজীবীদের মানববন্ধন
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
স্বাস্থ্যবিধি রক্ষা করে নিয়মিত আদালতের কার্যক্রম চালু রাখার দাবীতে রবিবার পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সামনে শতাধিক আইনজীবী মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মানববন্ধন কর্মসূচিতে আইনজীবীগণ ভার্চুয়াল কোর্ট বন্ধ করে এ্যাকচুয়াল কোর্ট অর্থাৎ স্বাস্থ্যবিধি মেনে পূর্বের নিয়মে স্ব-শরীরে কোর্ট পরিচালনার দাবী জানান।
মানববন্ধনে বক্তারা জানান, প্রত্যেকটা আইনজীবীরই পরিবার রয়েছে এবং পরিবারের ভরনপোষন তাদেরকেই করতে হয়। স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই যখন স্বাভাবিকভাবে চলছে, তখন কোর্টের স্বাভাবিক কার্যক্রম কেন বন্ধ থাকবে? বিচার প্রার্থীরা বিচার পাচ্ছে না। ভার্চুয়াল কোর্ট পরিচালনায় অনেক আইনজীবীরই বিড়ম্বনায় পড়তে হয়। তাই আমরা অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে পূর্বের নিয়মে কোর্ট পরিচালনার দাবী জানাচ্ছি।