পরীক্ষা ব্যবস্থা নিয়ে দুশ্চিন্তায় ঢাকা কলেজ শিক্ষার্থীরা
মো: ফেরদৌস রহমান :
কোভিড-১৯ এর ভয়াবহতার ফলে, দেশের শিক্ষা ব্যবস্থা অচল হয়ে দাঁড়িয়েছে। ২০২০ এর প্রারম্ভে ও ২১ এর শুরু থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও, পরিস্থিতির কবলে পড়ে, এই শিক্ষার মেরুদণ্ড বাঁকা অবস্থায় রয়েছে। কোনভাবেই উঠে দাঁড়ানো যাচ্ছে না। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত গ্রহণ করবেন সরকার। কিন্তু, পরোক্ষভাবে ও প্রত্যক্ষভাবে, শিক্ষার আলো থেকে পথহারা হয়ে যাচ্ছে অনেক শিক্ষার্থী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের মধ্যে ঢাকা কলেজ অন্যতম। দেশের সুপ্রাচীন শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে খ্যাত। এদেশের বিদ্যা ব্যবস্থা ও কলা-কৌশলে এক অনন্য অবদানের সাক্ষী রাখে ঢাকা কলেজ।
কিন্তু, পরীক্ষা ব্যবস্থা কোভিড-১৯ এর কারণে পাল্টে যাওয়ার কারণে বিপর্যয়ের দিকে ঢাকা কলেজ শিক্ষার্থীরা। মহামারী করোনার সময় প্রায় ১০% অনলাইনে নিয়মিত ক্লাস ও ৩৫% এর মতো অচলাবস্থায় ক্লাস নেওয়া হয়েছে। দূরবর্তী প্রত্যন্ত অঞ্চলে থাকা শিক্ষার্থীরা, এসব অনলাইন ক্লাসের আওতাধীন থাকতে চাইলেও, অনুন্নত ইন্টারনেট ব্যবস্থার ফলে তা করতে পারেনি। ফলে অনেকদূর পিছিয়ে গেছে তারা। এই পিছিয়ে পড়াকে কোনভাবেই পাশ কাটিয়ে উঠতে পারছে না তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের একের পর এক আকস্মিক সিদ্ধান্তে দুশ্চিন্তার ভাজ যেন কাটছে না ঢাকা কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের মাথা থেকে । হুট করে নেওয়া ঢাবির পরীক্ষার সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলে তারা দাবি করেন।
গতকিছু দিন আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক পরীক্ষা বিষয়ক মন্তব্যে বলা হয়, ১৫ জুন থেকে সাত কলেজের স্থগিত পরীক্ষা ও ১লা জুলাইয়ে পরে সকল বর্ষের নতুন পরীক্ষা নেওয়ার ব্যাপারে নোটিশ দেওয়া হয়।
এতে পরীক্ষার পূর্ব প্রস্তুতি গ্রহণের আহবান জানান ঢাবির ভিসি আখতারুজ্জামান।
সাত কলেজসহ ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলছে, করোনা সময়ে আমাদের নির্ধারিত সিলেবাস কোনক্রমেই সম্পূর্ণ হয়নি। পরীক্ষা নেওয়ার বিষয়ে, সিলেবাস সংক্ষিপ্ত করার কথাও ঢাবি প্রশাসন উল্লেখ করেননি। পুরো সিলেবাসের আওতায় পরীক্ষা দেওয়া অসম্ভব বলে তারা দাবি করেন।
তাদের দাবি হলো, পরীক্ষার আগে সিলেবাস সংক্ষিপ্ত করা সহ, সশরীরে পরীক্ষা না নিয়ে এসাইনমেন্ট অথবা অনলাইনে পরীক্ষা নিতে হবে। পরীক্ষার আগে সময় দিতে হবে, সংক্ষিপ্ত সিলেবাস সম্পূর্ণ করার।
না-হলে ফলাফল বিপর্যয়ের সম্মুখীন হতে হবে তাদের।
এসব বিষয়ে এখনো কোনপ্রকার প্রশাসনিক দপ্তর থেকে নোটিশ না আসায় একপ্রকার দুশ্চিন্তার কথা জানালেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।