নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
এইচ. এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের নান্দাইলে মোটরসাইকেলের ধাক্কায় সখিনা খাতুন নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার রসুলপুর-আঠারবাড়ি আঞ্চলিক সড়কের রসুলপুর মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নারী একই গ্রামের মকবুল হোসেনের স্ত্রী।
স্থানীয়রা জানায়, সকালে নিজ বাড়ি থেকে রাস্তার বিপরীতে ছেলে আব্দুর রশিদের বাড়িতে যান তিনি। দুপুর ১২টার দিকে নিজ বাড়ি ফেরার পথে সড়ক পার হতে গেলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নান্দাইল মডেল থানার ওসি (তদন্ত) সজিব রহমান জানান, এ বিষয়ে কেউ পুলিশকে জানায়নি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।