শিরোনাম

South east bank ad

ঝালকাঠিতে রেসিং পিজন অ্যান্ড ফেন্সিয়ার্স অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১২ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান (ঝালকাঠি):

ঝালকাঠিতে সৌখিন ও বাহারী কবুতর পালনকারীদের সংগঠন ঝালকাঠি রেসিং পিজন অ্যান্ড ফেন্সিয়ার্স অ্যাসোসিয়েশন (জেআরপিএফ) এর আত্মপ্রকাশ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মু. নাসির উদ্দিন কবীর। “সামাজিক ঐক্য শান্তি - চাই নেশামুক্ত প্রশান্তি’ শ্লোগানকে সামনে রেখে সংগঠনটি ৫১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করে এ বছরই।

অনুষ্ঠানে বক্তব্য দেন সভাপতি অ্যাড. মু. নাসির উদ্দিন কবীর, ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাড. আককাস সিকদার, রেসিং পিজন অ্যান্ড ফেন্সিয়ার্স অ্যাসোসিয়েশনের সংগঠক শফিউল আজম প্রিন্স, রাব্বী আহমেদ, জাহিদ হাসান, আব্দুল মান্নান তালুকদার, জাহিদুল ইসলাম প্রমুখ । মতবনিময় সভায় বক্তারা বলেন, সারা বিশ্বে কবুতরের তিনশ দশটি বেশী প্রজাতি রয়েছে । বাংলাদেশেও একশ ধরনের কবুতর দেখা যায় । কবুতর অত্যন্ত বিশ্বস্ত প্রাণী । বাহারি কবুতর পালন করে অনেক যুবক আত্মপ্রত্যায়ী এবং আত্মনির্বরশীল হচ্ছে । কবুতর পালন করে কর্মহীন মানুষ সচ্ছল হতে পারে এবং যুবকরা মাদকমুক্ত থেকে সুন্দর জীবন যাপন করতে পারে ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: