পঞ্চগড়ে চাল সংগ্রহে ধীর গতি
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
পঞ্চগড় জেলার পাঁচটি উপজেলায় বোরো ধানের ফলন বাম্পার হলেও সরকারি সংগ্রহ ধীর গতি লক্ষ্য করা যাচ্ছে। তবে জেলা খাদ্য বিভাগ বলছে যে ভাবে হোক শতভাগ চাল সংগ্রহ করা হবে। পঞ্চগড় জেলার নয়টি খাদ্য গুদামে মোট চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ হাজার ৯১৩ মেট্রিক টন। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৩৯ মেট্রিক টন। পঞ্চগড়ের আটোয়ারীর মিলার কলিম উদ্দিন জানান, ‘ একমন ধান ৮৫০ টাকা থেকে ৯৫০ টাকা দরে কিনতে হয়। এতে চাল হয় সবোর্চ্চ ২৬ কেজি। তাতে করে ,শ্রমিক বিদ্যুৎ খরচ সহ সব মিলিয়ে উৎপাদন খরচ পড়ে ৩৯ টাকা। সরকার দর দিয়েছে ৪০ টাকা। তবে সাধারন ব্যবসায়িরা বলছেন বোরো চাল প্রতি কেজি খরচ হওয়ার কথা ৩৭ টাকা। এটা মিলারদের কারসাজি। তারা সিন্ডিকেট করে চালের ব্যবসা করছে।
জানা যায় ‘ দেশের বিভিন্ন এলাকার অটো রাইস মালিকরা চালের ব্যবসাকে পূঁজি করে সাধারন রাইস মিলকে পথে বসানোর জন্য এ রকম কায়দা করছে। বাজার হতে ধান কিনে তারা গুদামে মুজুদ করে সিন্ডিকেট করে সারা দেশে চালের দাম তাদের নিয়ন্ত্রনে নিয়ে নিয়েছে। এদিকে পঞ্চগড়ে ঢিলেঢালা ভাবে চাল সংগ্রহ অভিযান চলছে। এ জেলায় ১৬ মে থেকে ধান চাল সংগ্রহ অভিযান শুরু হলেও লক্ষ্যামাত্রার অর্ধেক চালও সংগ্রহ হয়নি। ৭জুন পর্যন্ত চাল কেনা হয় ২ হাজার ৭৪০ মেট্রিক টন মাত্র।ধান সংগ্রহ হয়েছে মাত্র ৬০৭ মেট্রিক টন। সেই ধান সংগ্রহের কোন খবর নেই। জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ রেজাউল হক খন্দকার জানান ‘ চালের বাজার যথেষ্ট নিয়ন্ত্রনে আছে। আশা করছি চাল সংগ্রহ অভিযান শতভাগ সফল হবে।
তবে অনেকের ধারনা সরকার ধান চালের বাজার ব্যবস্থাপনা স্বচ্ছতার সাথে দেখভাল করলে চালের দাম বাড়ার কোনো সম্ভাবনা নাই।