বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ভোলার পুলিশ সুপার
বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি এস এম আক্তারুজ্জামান এর যোগদান উপলক্ষ্যে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন ভোলা জেলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। আজ শনিবার বরিশাল রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান তিনি।
উল্লেখ্য, বরিশাল রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি এস এম আক্তারুজ্জামান এর আগে রাজশাহী সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমির ভাইস-প্রিন্সিপাল হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল ও পিরোজপুরের জেলার পুলিশ সুপার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনারের দায়িত্ব পালন করেন।