আটোয়ারীতে বজ্রপাতে নিহত মার্জিনার লাশ দাফন সম্পন্ন
মাসুদ রানা (আটোয়ারী):
পঞ্চগড়ের আটোয়ারীতে শুক্রবার (১১ জুন)বজ্রপাতে নিহত গৃহবধু মার্জিনার লাশ শনিবার(১২ জুন) সকালে দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ জুন) দুপুরে উপজেলার মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজের পূর্ব পার্শ্বে মানিকপীর সংলগ্ন এলাকায় বজ্রপাতের ঘটনাটি ঘটে। নিহত মার্জিনা বেগম(৩২) উপজেলার তোড়িয়া ইউনিয়নের নাওগজ গ্রামের মোশারফ হোসেন (বাবুল)’র স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, মোশারফ হোসেন (বাবুল) ঢাকায় একটি গার্মেন্টসে কর্মী হিসেবে কাজ করতেন। আর মার্জিনা বেগম ওই এলাকার একটি কিন্ডার গার্টেনে শিক্ষিকার কাজ সহ টিউশনি চালিয়ে সুখেই দিন কাটত। শুক্রবার দুপুরে মার্জিনা ৮ বছর বয়সী কন্যা সন্তান মীমকে নিয়ে ঢাকা থেকে আটোয়ারীতে আসেন। সেখান থেকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পানিয়াপুখরী গ্রামে বাবা মৃত ইব্রাহিম আলীর বাড়ির উদ্দেশ্যে ভাই আব্দুল কুদ্দুসের মোটরসাইকেল যোগে রওয়ানা হন। তারা আটোয়ারী বাজার থেকে রওয়ানা দেয়ার একটু পরেই বৃষ্টি শুরু হয়। পরে বৃষ্টিতে ভিজে বাসায় ফেরার পথে মির্জাপুর ইউনিয়নের মানিকপীর এলাকায় পৌছলে প্রকট শব্দে বজ্রপাত ঘটে। এসময় কন্যা মীম অক্ষত থাকলেও ভাই আব্দুল কুদ্দুস ও মার্জিনা অচেতন হয়ে পড়েন। পরে তাদেরকে স্থানীয়দের সহায়তায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মার্জিনাকে মৃত ঘোষনা করেন। আটোয়ারী থানার ওসি(তদন্ত) মোঃ দুলাল উদ্দীন বজ্রপাতে এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ওই নারীর মাথার চুল পুড়ে গেছে ও শরীরের বিভিন্ন অংশ বজ্রপাতে ঝলসে গেছে। তার ভাই আব্দুল কুদ্দুস অসুস্থ বোধ করায় হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। তবে কন্যা মীম (৮) অক্ষত রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
নিহতের স্বামী সহ পরিবারের লোকজন ঢাকা থেকে আসার পর শনিবার (১২ জুন) সকাল ১০টার দিকে নাওগজ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাযার নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন কাজ সম্পন্ন করা হয়।