চট্টগ্রাম ও ফেনী থেকে ২১১৭০ ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র্যাব-৭
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
র্যাব-৭, চট্টগ্রাম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম হতে কাভার্ড ভ্যান যোগে পণ্য পরিবহনের আড়ালে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে ঢাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১২ জুন ২০২১ ইং তারিখ ০০২৫ ঘটিকায় র্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানাধীন চৈতন্যরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি চালিয়ে ১। মোঃ আমজাদ (২২), পিতা- আব্দুল মতিন, সাং- পশ্চিম মাইজদী, থানা ও জেলা- নোয়াখালী, ২। মোঃ রফিক (৪৮), পিতা- মৃত কবির আহম্মেদ, সাং- নিজ পানখালী, থানা- চকোরিয়া, জেলা- কক্সবাজার এবং ৩। মোঃ আমিনুল ইসলাম (২৪), পিতা- আব্দুল হামিদ, সাং- পহরচান্দা, থানা- চকরিয়া, জেলা- কক্সবাজারদের আটক করে। সেসময় চালকের সিটের পাশের্ বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ১৯,২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামিদের গ্রেফতার করা হয় এবং উক্ত কাভার্ড ভ্যানটি (মেট্রো-ট-১৮-৭৫৬৭) জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা এবং জব্দকৃত কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ০১ কোটি টাকা।
অপর একঅভিযানে র্যাব-৭ ফেনী জেলার ফেনী মডেল থানাধীন রামপুরস্থ সাদিয়া হোটেল এন্ড রেস্টুরেন্ট এর বিপরীত পার্শ্বে চট্টগ্রাম হতে ঢাকাগামী মহাসড়কের সামনে থেকে আসামি ১। মোঃ দানিয়াল হোসেন (২৮), পিতা- ফজলুর রহমান, মাতা- রাশেদা বেগম এবং ২। মোঃ মেহেদী হাসান, পিতা- মোঃ শাহাদাত হোসেন,উভয় সাং- খরিয়া, থানা- লৌহজং, জেলা- মুন্সিগঞ্জদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানোমতে নিজ দখলে থাকা দুইটি প্লাষ্টিককের বস্তার ভিতর হতে ১,৯৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৫ লক্ষ ৯১ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানায় এবং ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।