৬ ইমো হ্যাকারকে আটক করেছে র্যাব-৫
নাটোরের লালপুর এলাকা হতে সংঘবদ্ধ “ইমো” হ্যাকিং চক্র কর্তৃক প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়া ০৬ ইমো হ্যাকারকে আটক করেছে র্যাব-৫। র্যাব-৫, রাজশাহীর ( সিপিসি-২, নাটোর ক্যাম্প) একটি অপারেশন দল গতরাতে গোয়েন্দা তথ্যের ভিক্তিতে নাটোর জেলার লালপুর থানাধীন মোহরকয়া গ্রাম এলাকায় কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় ১১টি মোবাইল, ২৫টি সিমকার্ড, ৪টি মেমোরি কার্ড, ৩টি মোবাইল চার্জার, ২টি গ্যাসলাইটার, ৩ পিস ইয়াবা, ১টি ইয়াবা সেবনের স্টিক, ১টি ইয়াবা সেবনের কর্ক, নগদ ৩,৬৫০/- টাকাসহ ৬ জনকে আটক করে। আটককৃতরা হলো
১) মোঃ শুভ (২০), পিতা- মোঃ মনিরুল ইসলাম, সাং- মোহরকয়া পূর্বপাড়া,
২) মোঃ আব্দুল আল মামুন (২৫), পিতা- মৃত- সামাদ মন্ডল, সাং- মোহরকয়া,
৩) মোঃ মোঃ রুবেল সর্দার (২২), পিতা- মৃত- জটু সর্দার,
৪) শ্রী শোভন কুমার(২৩), পিতা- শ্রী স্বপন সরকার, উভয় সাং- নাগশোষা,
৫) মোঃ রুবেল (২৮), পিতা- মোঃ আশরাফ আলী,
৬) মোঃ শহিদুল ইসলাম (৩০), পিতা- মোঃ আশরাফ আলী,
সবাই নাটোর জেলার লালপুর থানার বাসিন্দা। । ধৃত ইমো হ্যাকারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।