চট্টগ্রাম বন্দরে নামল রেলের ১০ কোরিয়ান ইঞ্জিন মিটারগেজ লোকোমোটিভ
রেলের বহরে একে একে যুক্ত হতে চলেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র থেকে আনা উচ্চ ক্ষমতা সম্পন্ন লোকোমোটিভ (ইঞ্জিন)। এরই ধারাবাহিকতায় বুধবার দক্ষিণ কোরিয়া থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে ১০টি মিটারগেজ লোকোমোটিভ (ইঞ্জিন)। খালাস শেষে যার মধ্যে ৫টি ইঞ্জিন রাখা হয়েছে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডে (সিজিপিওয়াই)।
কোরিয়ান দশটি ইঞ্জিন চট্টগ্রামে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের প্রধান যান্ত্রিক প্রকৌশলী (পূর্ব) মো. বোরহান উদ্দিন।
রেলওয়ে কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ইঞ্জিনগুলো রাখা হচ্ছে সিজিপিওয়াই’তে। পরে ট্রায়াল রান সুষ্ঠুভাবে সম্পন্ন হলে তা যুক্ত করা হতে পারে পূর্বাঞ্চল রেলওয়েতে।
রেলওয়ে কর্মকর্তারা বলছেন, দীর্ঘদিন ধরে ইঞ্জিন সংকটে ভুগছে রেলওয়ে। এতে একসাথে যাত্রী ও মালবাহী ট্রেন চলাচলে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। নতুন ইঞ্জিনগুলো রেলের বহরে যুক্ত হলে এ সংকট কেটে যাবে। ফলে পণ্যবাহী ট্রেন থেকে সরকারের রাজস্ব বৃদ্ধি পাবে।