পঞ্চগড়ে চা শ্রমিকদের সহায়তা
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
সমতল ভুমির চায়ের জেলা পঞ্চগড়ের চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে নগদ অর্থ বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। চলতি বছরে জেলার ৬৮২ জন চা শ্রমিককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে। এজন্য ৩৪ লাখ ১০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সমাজ সেবা অধিদপ্তর কর্মসূচিটি বাস্তবায়ন করছে। কর্মসূচির আওতায় একজন চা শ্রমিককে পাঁচ হাজার টাকা প্রদান করা হবে। সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো.মাসুম আলী জানান, উপজেলা নির্বাহী অফিসারদের নেতৃত্বে উপজেলা কমিটি তালিকা তৈরির কাজ শুরু করেছে। জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটিতে তালিকা অনুমোদনের পর এ মাসেই এসব শ্রমিকদের নগদ অর্থ বিতরণ করা হবে।