রূপালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্টের ১০ম এজিএম অনুষ্ঠিত
রাষ্ট্রয়াত্ত রূপালী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান রূপালী ইনভেস্টমেন্টের দশম বার্ষিক সাধারণ সভা এক ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপালী ব্যাংকের এমডি ও সিইও এবং রূপালী ইনভেস্টমেন্টের চেয়ারম্যান মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোম্পানি সচিব মোস্তফা সাজ্জাদুল হক। সভায় আরো উপস্থিত ছিলেন রূপালী ব্যাংকের ডিএমডি খন্দকার আতাউর রহমান, মোহাম্মদ জাহাঙ্গীর, রূপালী ব্যাংকের জিএম ও রূপালী ইনভেস্টমেন্টের সিইও মো. হারুনুর রশীদ, রূপালী ইনভেস্টমেন্টের পরিচালক ও উপসচিব মোহাম্মদ সফিউল আলম, স্বতন্ত্র পরিচালক ড. শফিক উজ জামান, একেএম শরিয়ত উল্লাহ, পরিচালক নাসরিন সুলতানা, পরিচালক ও রূপালী ব্যাংকের জিএম মো. মজিবর রহমান, মো. গোলাম মরতুজা, খান ইকবাল হোসেন, ওয়াহিদা বেগম, মো. শওকত আলী খান প্রমুখ।