‘সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন’কে এমটিবির আর্থিক সহায়তা
‘সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন’ (সোয়াক)-কে আর্থিক সহায়তা প্রদান করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। সম্প্রতি এমটিবির প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সোয়াকের চেয়ারম্যান সুবর্ণা চাকমার হাতে চেকটি হস্তান্তর করেন এমটিবির এএমডি ও সিবিও সৈয়দ রফিকুল হক। এ সময় উপস্থিত ছিলেন সোয়াকের সেক্রেটারি সাবিনা ইয়াসমিন ও কোষাধ্যক্ষ সৈয়দা শামীমা আক্তার এবং এমটিবির ডিএমডি ও হেড অব গ্রুপ ইন্টার্নাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স গৌতম প্রসাদ দাস, ডিএমডি ও সিওও তারেক রিয়াজ খান, ডিএমডি ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা রেইস উদ্দীন আহমদ, সিএফও মো. আমিনুল হক, সাসটেইনেবল ফাইন্যান্স বিভাগের প্রধান তাহমিনা জামান খান ও হেড অব কমিউনিকেশন্স প্রধান আজম খান প্রমুখ।