৪৮০০ ইয়াবাসহ র্যাব-৪ এর হাতে আটক ২ মাদক কারবারী
গতরাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল কদমতলী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৪,৮০০ পিস ইয়াবা এবং ১ টি মোবাইলসহ নিম্নোক্ত ২ মাদক কারবারিকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ হোসেন (৩১), জেলা- কক্সবাজার ও আখি খানম (২৪), জেলা-টাঙ্গাইল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরস্পর যোগসাজোশে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী জেলা কক্সবাজার হতে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।