শিরোনাম

South east bank ad

গ্রাম পুলিশদের সাথে মতবিনিময় সভা করেছে মুকসুদপুর থানা পুলিশ

 প্রকাশ: ০৮ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ) :

‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের মুকসুদপুরে মতবিনিময় সভা করেছে মুকসুদপুর থানা পুলিশ। মঙ্গলবার সকালে মুকসুদপুর থানার আয়োজনে থানা চত্বরে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে গ্রাম পুলিশদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভার প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের এ এসপি শাহিনুর চৌধুরী। মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথিরি বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সরদার মজিবুর রহমান, মুকসুদপুর সংবাদের সম্পাদক হায়দার হোসেন, দৈনিক খবরের প্রতিনিধি ছিরু মিয়া, ভোরের কাগজের প্রতিনিধি কাজী ওহিদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন ইন্সপেক্টর তদন্ত আমিনুর রহমান। অনুষ্ঠানের সার্বিক ব্যাবস্থাপনা করেন মুকসুদপুর থানার সেকেন্ড অফিসার এস আই সাইফুল ইসলাম।

গোপালগঞ্জের মুকসুদপুর সার্কেলের এ এসপি শাহিনুর চৌধুরী জানান, বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করতে মুকসুদপুরের দেড়শতাধিক গ্রাম পুলিশদের নিয়ে মতবিনিময় সভা করা হয়েছে। এতে করে তারা প্রতিটি গ্রামে বিট পুলিশিং সম্পর্কে সাধারণ জনগনের মাঝে বার্তা ছড়িয়ে দিতে পারবে। মুকসুদপুর বাসী যাতে আইনের সর্বচ্চ সহায়তা পায় সেটা নিশ্চিত করতে বিট পুলিশিং কার্যক্রম গতিশীল করা হচ্ছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: