বেগম রোকেয়া পদক-২০২১ এর জন্য মনোনয়ন আহবান করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে নারী জাগরণ এবং পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২১ প্রদান করা হবে। উল্লিখিত যে কোন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশী মহিলাদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আদেনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয় (www.mowca.gov.bd) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের (www.dwa.gov.bd)- এ পাওয়া যাবে। ওয়েব-সাইটে প্রকাশিত ‘ছক’ ব্যতিত অন্য কোন ছকের আবেদন/ মনোনয়ন গ্রহণ করা হবে না।
পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখপূর্বক আগামী ৩১ জুলাই ২০২১ তারিখের মধ্যে নির্ধারিত ছক অনুযায়ী ই-মেইলে ([email protected]) সফট কপি (Nikosh-ফন্টে) এবং ডাকযোগে হার্ডকপি সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর প্রেরণ করতে হবে।