বেজা ও ম্যারিকো বাংলাদেশের মধ্যে চুক্তি সই
ম্যারিকো বাংলাদেশ লিমিটেড (প্রসাধন প্রস্তুতকারী প্রতিষ্ঠান )-এর সঙ্গে জমি ইজারা চুক্তি সই করেছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ।
গতকাল রোববার ৬ জুন ২০২১ইং তারিখে রাজধানীতে বেজা কার্যালয়ে এই চুক্তি সই সম্পন্ন করা হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেজার নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ম্যারিকো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আশীষ গোপাল ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের হাত ধরে বাংলাদেশ বিনিয়োগবান্ধব সুস্থ পরিবেশ গড়ে তুলতে সমর্থ হয়েছে।বিশ্বের কাছে উন্নয়নের একটি রোল মডেল স্থাপন করেছে।
তিনি উল্লেখ করে বলেন, ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে বঙ্গবন্ধু শিল্পনগরে পৃথিবীর বিভিন্ন দেশের বিনিয়োগ আসছে এবং ম্যারিকো তাদের মধ্যে স্থান করে নিয়েছে।