শিরোনাম

South east bank ad

গৌরীপুরে ৮১ প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদান

 প্রকাশ: ০৭ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মশিউর রহমান কাউসার (গৌরীপুর):

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় স্থানীয় ৮১ টি বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নকল্পে চলতি অর্থ বছরে সাড়ে ৬০ লাখ টাকার অনুদান দিয়েছে ময়মনসিংহ জেলা পরিষদ। জেলা পরিষদের (এডিপি) ও রাজস্ব তহবিল থেকে এ আর্থিক অনুদান দেয়া হয়েছে। অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বিভিন্ন এলাকার মসজিদ, ঈদগাহ মাঠ, মন্দির ও গৌরীপুর প্রেসক্লাব।

গৌরীপুর প্রেসক্লাবসহ ৮১ টি বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নকাজে আর্থিক অনুদান প্রদান করায় ময়মনসিংহ জেলা পরিষদ সদস্য গৌরীপুর প্রেসক্লাবের আহবায়ক এইচ.এম খায়রুল বাসারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয় সাংবাদিক সমাজসহ অন্যান্য প্রতিষ্ঠানের কমিটির লোকজন।

এ উপলক্ষে খায়রুল বাসার রবিবার (৬জুন) বিকেলে উপজেলার মাওহা ইউনিয়নে কুমড়ী এমটিসি মডেল স্কুল প্রাঙ্গনে অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের কমিটির লোকজনের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় তিনি বর্তমান সরকারের অনুদানের অর্থ স্বচ্ছতার মধ্য দিয়ে সঠিকভাবে ব্যবহার করে উন্নয়নকাজ বাস্তবায়নের আহবান জানান।

এতে উপস্থিত ছিলেন মাওহা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নূর মুহাম্মদ কালন, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি হাবিবুর রহমান মন্ডল বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি আল ফারুখ, ঠিকাদার রাজীবুল আলম রাজীব, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের প্রভাষক এইচ এম হাদী, হাবিবুর রহমান, নূরুল্লাহ মিয়া, রানা আহম্মেদ কদ্দুস প্রমুখ।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: