পঞ্চগড়ে কয়েক ঘন্টার ব্যবধানে একই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
পঞ্চগড়ের বোদা উপজেলায় একই স্থানে কয়েক ঘন্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় সরকারি কর্মকর্তা সহ ২জন নিহত হয়েছে। রবিবার (৬ জুন) বিকেলে উপজেলার পঞ্চগড়-ঢাকা মহাসড়কের মন্নাপাড়ায় পিক আপ ভ্যানের ধাক্কায় মনির হোসেন(৩০) নামের এক মটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মনির ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার জগন্নাথপুর খোঁচাবাড়ি গ্রামের কজিরউদ্দিনের ছেলে। তিনি পঞ্চগড়ে এসিআই ইলেকট্রনিক্স কোম্পানিতে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে মনির ঠাকুরগাঁও থেকে মোটরসাইকেলে বোনের বাড়ি বোদা উপজেলার সদর ইউনিয়নের পাথরাজ এলাকায় যাচ্ছিলেন। পথে মন্নাপাড়ায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রায়হান কবীর ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী মনিরের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
এর আগে দুপুরে একই স্থানে যাত্রীবাহী বাসের ধাক্কায় পঞ্চগড় সদরের খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার মৃত্যু হয়।