ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বিডার আলোচনা সভা
সম্প্রতি বাংলাদেশ ও মালয়েশিয়ার বাণিজ্যিক সম্পর্ক মজবুত করা লক্ষ্যে ভার্চুয়াল প্ল্যাটফর্মে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
'শোকেস বাংলাদেশ ২০২১ : বাংলাদেশ-মালয়েশিয়া ইনভেস্টমেন্ট সামিট' শীর্ষক এ সম্মেলন আয়োজন করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত এই সম্মেলনে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক এবং ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বক্তারা।
দুই দেশের নীতিনির্ধারক, সরকারি ও বেসরকারি খাতের প্রতিনিধিসহ কূটনীতিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। প্রধান বক্তা ছিলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।
এই অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ককে কাজে লাগিয়ে অর্থনৈতিকভাবে লাভবান হতে পারে বাংলাদেশ ও মালয়েশিয়া। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানও দুই দেশের সুসম্পর্ককে কাজে লাগানোর আহ্বান জানান। বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, দুই দেশের মধ্যে এফটিএ করার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এটি হলে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়বে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, দ্বিপক্ষীয় অংশীদারিত্বের সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে অংশীজনদের মধ্যে যোগাযোগ বাড়ানো প্রয়োজন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে এগিয়ে নিতে এসবিসি সহযোগিতা করতে প্রস্তুত বলে জানান স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়ার সিইও এবং ম্যানেজিং ডিরেক্টর আবরার এ. আনোয়ার।