এটুআই ও এবি ব্যাংকের সমঝোতা স্মারক সই
এবি ব্যাংক লিমিটেড অন্তর্ভুক্তীকরণ ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে দেশজুড়ে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে (ইউডিসি) এজেন্ট ব্যাংকিং সেবাকে আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে । এ পরিপ্রেক্ষিতে সরকারের এটুআই প্রকল্পের সঙ্গে এবি ব্যাংক লিমিটেডের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
সম্প্রতি এক ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল এবং প্রকল্প পরিচালক, (এটুআই) প্রোগ্রাম ডা. মো. আবদুল মান্নান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।
এ সময় হেড অব রিলেশনশিপ ম্যানেজমেন্ট অ্যান্ড এজেন্ট ব্যাংকিং সৈয়দ মিজানুর রহমান, (এটুআই) প্রোগ্রাম ম্যানেজার মো. তহুরুল হাসান এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।