ড. আবুল মনসুর আহাম্মদ ঢাবির সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন অধ্যাপক ড. আবুল মনসুর আহাম্মদ ।
অধ্যাপক মনসুর সাবেক চেয়ারম্যান অধ্যাপক কাবেরী গায়েনের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের ৩০ মে স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে জানা যায়, ড. আবুল মনসুর আহাম্মদকে তিন বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।