South east bank ad

নবীগঞ্জে এক স্কুল ছাত্রীকে উত্যক্ত করায় যুবকের ১ বছরের কারাদণ্ড

 প্রকাশ: ০৫ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নুর উদ্দিন সুমন (হবিগঞ্জ):

জেলার নবীগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উত্যক্ত করায় মো: আনোয়ার হোসেন (৩২) নামের যুবককে মোবাইল কোর্ট পরিচালনা করে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (৫ জুন ) দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন এ সাজা প্রদান করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শেখ মহিউদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন জানান, উপজেলার বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে আনোয়ার হোসেন নামে এই যুবক উত্যক্ত করে। এ সময় স্থানীয় জনতা তাকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। খবর পেয়ে নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন ও নবীগঞ্জ থানা পুলিশের একটি দল নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হলে বখাটে তার অপরাধ স্বীকার করায় ২০০৯ এর ৭(২) এবং ১৮৬০ এর ৫০৯ ধারায় আনোয়ার হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: