সম্পর্ক না মানায় প্রেমিক যুগলের আত্মহত্যা
সুনান বিন মাহাবুব (পটুয়াখালী):
পটুয়াখালী সদর উপজেলাধীন মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামে সোহেল(১৯) ও নাসরিন(১৩) নামে দুই কিশোর কিশোরী আত্মহত্যা করেছে। শনিবার সকালে গাছের সাথে তাদের ঝুুুুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থাণীয়রা জানিয়েছেন, সদর উপজেলাধীন মাদারবুনিয়ার বাসিন্দা মজিবুর হাওলাদারের ছেলে সোহেল ও হাবিব হাওলাদারের মেয়ে নাসরিন এর মধ্যে দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলছিল। প্রেমের বিষয়ে জানাজানি হলে পরিবারের কেউ মেনে না নেওয়ায় বাড়ির পাশে বাগানের গাছের ডালে দড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে তারা।
পটুয়াখালী সদর থানার এসআই মো. ইব্রাহীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নিয়ে যাচ্ছি। লাশের পাশ থেকে চিপসের প্যাকেট কোল্ড ড্রিংসের বোতল পাওয়া গেছে।