ভালুকায় বাপা'র র্যালি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
জাহিদুল ইসলাম খান (ভালুকা, ময়মনসিংহ) :
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ভালুকার বনভূমি প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধার শিল্প বর্জ্য দূষণ ও দখলের হাত থেকে খীরু নদীকে পূর্বের রূপে ফিরিয়ে দাও এই শ্লোগানকে সামনে রেখে ময়মনসিংহের ভালুকায় র্যালি মানববন্ধন অনুষ্ঠিত হয়। , শনিবার ৫ জুন সকাল ১১ টায় ভালুকা প্রেসক্লাবের সামনে থেকে র্যালিটি মহাসড়ক প্রদক্ষিণ করে বাস্ট্যান্ড চত্বরে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে সমাপ্ত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা' র ভালুকা আঞ্চলিক শাখার আহ্বায়ক সুপ্রিম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল শাহ মোহাম্মদ আশরাফুল হক জজ , সদস্য সচিব প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক কামরুল হাসান পাঠান কামাল,বীর মুক্তিযোদ্ধা মোস্তফা খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, অ্যাপোলো ইনস্টিটিউটের অধ্যক্ষ এ আর শামছুর রহমান লিটন,সিনিয়র সাংবাদিক মনির হোসেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক সাদিকুর রহমান তালুকদার, বিরুনিয়া কলেজের অধ্যক্ষ হোসনে আরা, প্রেস ক্লাবের সাহিত্য বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সুমন সহ, সুশীল সমাজের অন্যান্য নেতৃবৃন্দ।