মধুমতি ব্যাংকের ৫৬তম পর্ষদ সভা অনুষ্ঠিত
মধুমতি ব্যাংক লিমিটেডের ৫৬তম পর্ষদ সভা বৃহস্পতিবার ৩ জুন ২০২১ইং তারিখে অনুষ্ঠিত হয়। জুম প্রযুক্তি সহায়তায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হুমায়ূন কবীর, পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান শেখ সালাহ্উদ্দিন, এমপি, পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
এতে আরও যুক্ত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য মোহাম্মদ ইসমাইল হোসেন, সালাউদ্দিন আলমগীর, মোস্তফা কামাল, তানজিমা বিনতে মোস্তফা, শাহানা ইয়াসমিন, সুলতানা জাহান, এ মান্নান খান, ফেরদৌসি ইসলাম, মানোয়ার হোসেন, আহসানুল ইসলাম টিটু, এমপি, মজিবুল ইসলাম পান্না, সৈয়দা শারমিন হোসেন, তানভীর আহমেদ মোস্তফা, স্বতন্ত্র পরিচালক অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন ও শাহেদুজ্জামান চৌধুরী, এফসিএ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আজম প্রমুখ।