ভোলার চরফ্যাশনে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু
সিমা বেগম (ভোলা):
ভোলায় বৃষ্টির মধ্যে খেলতে গিয়ে বজ্রপাতে একই গ্রামের মোঃ কুদ্দুস মাঝির ছেলে জহিরুল ইসলাম সাগর (১১) এবং আব্দুল সাত্তারের ছেলে সিফাত হোসেন শান্ত (৯)নামক এই দুই শিশু মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩জুন) দুপুর ২টার সময় চরফ্যাশন শশীভূষন থানার এওয়াজপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ মাদ্রাজ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও দুই জন আহত হয়েছেন,আহতরা হলেন, কৃষক মো. নূরন্নবী (৪০) ও ইব্রাহীম (৮)।তারাও একই গ্রামের বাসিন্দা।
এওয়াজপুর ইউপি চেয়ারম্যান মো. মাহাবুব আলম খোকন বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে ওই শিশুরা তাদের বাড়ির পাশের কৃষিজমিতে খেলছিল। আর নূরন্নবী তার আঁখক্ষেতে কাজ করছিলেন। এসময় হঠাৎ বজ্রপাতে তারা আহত হন।
পরে স্থানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা জহিরুল ইসলাম সাগর ও সিফাত হোসেন শান্তকে মৃত ঘোষণা করেন। আহতরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে