South east bank ad

চাকুরী স্থায়ীকরণ ও মুজুরি বৃদ্ধির দাবীতে বশেমুরবিপ্রবির কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালন

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ):

গোপালগঞ্জে চাকুরী স্থায়ীকরণ ও মুজুরি বৃদ্ধির দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরার ভিত্তিতে কর্মরত ১৫৪ জন কর্মচারী।

আজ বৃহস্পতিবার (০৩ জুন) সকাল ১১টায় প্রশাসনিক ভবনের দোতলায় ভিসির অফিসের সমানে বসে এ অবস্থান কর্মসূচী পালন করে তারা। এসময় তারা বিভিন্ন দাবীতে প্লাকার্ড প্রদর্শন করা হয়।

অবস্থান কর্মসূচী চলাকালে দৈনিক মুজুরীভিত্তিক কর্মচারী সমিতির সভাপতি সাইদুল আলম মুন্সী, সাধারন সম্পাদক মো: বিজন গাজী, সহ সভাপতি মো: সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দৈনিক হাজিরারভিত্তিতে ১৫৪ জন কর্মচারী কর্মরত রয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৫’শ টাকা করে মুজুরি দিলেও এ বিশ্ববিদ্যালয়ে এখনো মাত্র দু’শ টাকা করে মজুরি দিচ্ছে। এতে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। মুজুরি বাড়ানোর সাথে সাথে চাকুরী স্থায়ী করার দাবী জানায় তারা।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: