শিরোনাম

South east bank ad

গোপালগঞ্জে ১ লক্ষ ৮২ হাজার শিশু পাবে ভিটামিন-এ ক্যাপসুল

 প্রকাশ: ০৩ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মেহের মামুন (গোপালগঞ্জ):

গোপালগঞ্জে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনে জেলার ১ লক্ষ ৮২ হাজার জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল ১১টায় সিভিল সার্জন কায্যালয়ের আয়োজন জেলার কর্মরত সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত অবহিতকরণ সভায় সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ জানান, আগামী ৫ জুন থেকে ১৯ জুন পযর্ন্ত জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে অনুষ্ঠিত হবে। এ ক্যাম্পেইনে মোট ১ লক্ষ ৮১ হাজার ৮০৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর মধ্যে ৬-১১ মাস বয়সী ২৫ হাজার ৯৭৯ জন শিশুকে নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ লক্ষ ৫৫ হাজার ৮২৭ জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলায় ১ হাজার ৭০৫ টি কেন্দ্রে ২১২ জন তত্ত্বাবধায়কের নেতৃত্বে ৪ হাজার ৪৯ জন মাঠকর্মী ও স্বেচ্ছাসেবীরা শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।

এ সময় মেডিকেল কর্মকর্তা ডা: গোধূলী বিশ্বাস সৃজনসহ কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: