ক্রেন ছিঁড়ে দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের পরিবারকে দুই লাখ টাকার চেক দিল এসবিএসি ব্যাংক
সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় চট্টগ্রাম বন্দরে সম্প্রতি ক্রেন ছিঁড়ে দুর্ঘটনায় নিহত ট্রাক চালক মো. খোকনের পরিবারকে আর্থিক অনুদান দেয় সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক লিমিটেড । নিহত খোকন কিশোরগঞ্জ জেলার নিকলি থানার এনাম আলীর ছেলে। তিনি চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন পশ্চিম গোসাইলডাঙ্গার বেচাশাহ্ এলাকায় ভাড়া বাসায় থাকতেন। বন্দরে ক্রেনের মাধ্যমে গাড়িতে তারের কয়েল লোড দেয়ার সময় ক্রেনের তার ছিঁড়ে মাথায় পড়লে ঘটনাস্থলে খোকন নিহত হন। তার ট্রাকের নম্বর কুষ্টিয়া ট- ১১-৩০৮৫।
গত মঙ্গলবার ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখায় নিহতের স্ত্রী ও মেয়ের হাতে অনুদানের দুই লাখ টাকার চেক হস্তান্তর করেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ মোল্লা ও মোহাম্মদ সেলিম চৌধুরী।
এসময়ে ব্যাংকের আগ্রাবাদ শাখা অপারেশন্স ম্যানেজার মুহাম্মদ আক্তারুজ্জামান, এভিপি আহমেদ ইসমাঈল ও মোহাম্মদ রফিকুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।