গাজীপুরে ভিটামিন ‘এ’ প্লাসের তালিকায় ৬ লাখ শিশু
মেহেদী হাসান সোহেল (গাজীপুর):
গাজীপুর সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে প্রিন্ট ও ইলেকট্রনিক্সমিডিয়ার সাংবাদিকদের সাথে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন নিয়ে বুধবার দুপুরে ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠত হয়। জেলার ৬লাখ ১২হাজার ৮শতাধিক শিশু'কে ৪শ২৯টি কেম্পেইন কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।
সভায় প্রধান অতিথি গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, সারা দেশের ন্যায় জেলায় ৫-১৯ জুন পর্যন্ত জাতীয় ভিটামিন এ-প্লাস কেম্পেইনে শুরু হচ্ছে। তিনি ৫-১১মাস ও ১২-৫৯ মাস বয়স শিশুদের টিকা খাওয়ানো নিশ্চিত করণ, প্রচার কাজে গণমাধ্যম ও সাংবাদিকদের সঙ্গে মসজিদের ঈমামদেরও নেটওয়ার্কে আনার গুরুত্বারোপ করেন।
গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে বক্তব্য, রাখেন জেলা তথ্য কর্মকর্তা মো. জালাল উদ্দিন। ওরিয়েন্টেশনে ভিটামিন-এ প্লাস নিয়ে তথ্য উপস্থাপনা করেন সহকারী সার্জন ডা. রুবানা আফসান।
গাজীপুর সিএসও সূত্রে জানা যায় গাজীপুরে ১হাজার ৪শ২৯ কেন্দ্রে ৬ - ১১ মাসের ৭১হাজার ১শ৩৪জন এবং ১২ - ৫৯ মাসের ৫লাখ ৫০হাজার ৬শ৭৯জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে।
তবে সিভিল সার্জন মো. খাইরুজ্জামান করোনা কালে শতভাগ শিশুকে এ নির্ধারিত সময়ের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে আশংকা প্রকাশ করেন। তিনি বাদ পড়া শিশুদের তালিকা করে নির্ধারিত সময়ের পরেও ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ব্যবস্থা থাকার কথা জানান। তবে তিনি কেন্দ্রে শিশুদের ও অভিভাবকদের অবশ্যই মাস্ক পড়ার এবং স্বাস্থকর্মীদের ক্যাপস্যুল খাওয়ানোর সময় বিশেষ সাবধনতা অবলম্বন করার অনুরোধ জানিয়েছেন।