ফুলবাড়িয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে এনায়েতপুর বিজয়ী
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া) :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলায় এনায়েতপুর ইউনিয়ন চ্যাম্পিয়ান হয়েছে। মঙ্গলবার (০১ মে) বিকালে ফুলবাড়িয়া কলেজ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ফুলবাড়িয়া পৌরসভা বনাম এনায়েতপুর ইউনিয়নের মাঝে এ খেলা অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার, উপজেলা নিবাহি অফিসার মোঃ আশরাফুল ছিদ্দিক, যুব উন্নয়ন অফিসার নুর মোহাম্মদ, পল্লী উন্নয়ন অফিসার মো: রিপন মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুজ্জামান, পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হীরা, উপজেলার কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ।
প্রথম রাউন্ড ২৮মে কুশমাইল ইউনিয়ন বনাম পুটিজানা, নাওগাঁ ইউনিয়ন বনাম দেওখোলা, আছিম পাটুলী ইউনিয়ন বনাম কালাদহ, দ্বিতীয় দিন ২৯ মে বাকতা ইউনিয়ন বনাম রাধাকানাই, বালিয়ান ইউনিয়ন বনাম এনায়েতপুর, ভবানীপুর ইউনিয়ন বনাম ফুলবাড়িয়া ইউনিয়নের মাঝে খেলা অনুষ্ঠিত হয়। ৩০ মে কোয়াটার ফাইনাল ৩১মে সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।