গৌরীপুরে জলাতঙ্ক নির্মূলে বেওয়ারিশ ও পোষা কুকুরকে টিকা দেয়া হবে
মশিউর রহমান কাউসার (গৌরীপুর):
জলাতঙ্ক নিমূলের লক্ষে ময়মনসিংহের গৌরীপুরে ব্যাপক হারে বেওয়ারিশ ও পোষা কুকুরকে টিকা দেয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে জাতীয় জলাতঙ্ক কর্মসূচীর আওতায় এ উপজেলায় ৪ জুন থেকে ৮ জুন পাঁচদিনব্যাপি এ টিকাদান কার্যক্রম চলবে। এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে মঙ্গলবার (১ জুন) দুপুরে এক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে ও ভ্যাক্সিনেটর সুপারভাইজার (এমপিআই) রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, ডাঃ হাসিবুল আসিফ, স্বাস্থ্য অধিদপ্তরের রাজধানীর মহাখালী রোগ নিয়ন্ত্রণ শাখার সুপারভাইজার (এমডিভি) মোঃ সামির হোসেন প্রমুখ।
এতে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, ডাঃ ফারাহ তাসনিম তন্নী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিকা পারভীন, গৌরীপুর থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান মজুমদার, গৌরীপুর প্রেসক্লাবের সদস্য সচিব মশিউর রহমান কাউসার, সাংবাদিক ঐক্য ফোরামের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মদ, পৌর স্যানিটারি ইন্সপেক্টর মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।