ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে মুদি দোকানির মৃত্যু !
ফরিদুল ইসলাম রঞ্জু (ঠাকুরগাঁও):
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইসলাম (৩৫) নামে এক মুদির দোকানদারের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার ৮নং দৌলতপুর ইউনিয়নের জয়কৃষ্টপুর (তাজপুর) গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত ইসলাম ঐ গ্রামের আব্দুল লতিফ (পানিয়া) মোহাম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে লাউ গাছের লতাপাতা কাটতে ঘরের টিনের চালে উঠলে বিদ্যুতের তারে লেগে বিদ্যুৎস্পষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় ইসলাম। ৮ নং দৌলতপুর ইউনিয়নের চেয়ারম্যান কার্তিক চন্দ্র রায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।