South east bank ad

সাড়ে ৫ লাখ ইয়াবাসহ রোহিঙ্গা নেতা গুরা মিয়াকে আটক করেছে র‌্যাব-১৫

 প্রকাশ: ০১ জুন ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ লাখ ৪৬ হাজার ৬৮০ পিস ইয়াবাসহ ক্যাম্পের সাবেক এক মাঝিকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। সোমবার (৩১ মে) মধ্যরাতে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের জি-ব্লকে ওই রোহিঙ্গার বাসা খেকে এসব ইয়াবা জব্দ ও তাকে আটক করা হয়।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ ক্যাম্প একজন সাবেক মাঝিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার র‌্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান।

আটক গুরা মিয়া (৪৫) বালুখালী ৯নং ক্যাম্পের জি-ব্লকের মৃত নুর আহমদের ছেলে ও তিনি সেই ক্যাম্পের সাবেক হেড মাঝি।

র‌্যাব কর্মকর্তারা জানায়, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ করা আছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে ৫ লাখ ৫০ হাজার পিয়া উদ্ধার করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: