আনোয়ারায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টের ফাইনালে মুখোমুখি বারশত - হাইলধর
এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):
চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর অনুষ্ঠিত পৃথক দুই সেমিফাইনালে জয় পেয়ে ফাইনাল নিশ্চিত করলো বারশত ইউনিয়ন ফুটবল একাদশ ও হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশ।
সোমবার (৩১ মে) বিকেলে আনোয়ারা সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের ১ম সেমিফাইনাল খেলায় উপজেলার চাতরী ইউনিয়ন ফুটবল একাদশকে ট্রায়বেকারে ৩-১ গোলে হারিয়ে প্রথমেই ফাইনাল নিশ্চিত করে বারশত ইউনিয়ন ফুটবল একাদশ ।
অপরদিকে ২য় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই ও উত্তেজনাপূর্ণ খেলায় প্রথমার্ধে ১গোলে হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশ এগিয়ে গেলেও দ্বিতীয়ার্ধে শেষ মুহূর্তে পরৈকোড়া ইউনিয়ন ফুটবল একাদশ গোল পরিশোধ করে পেলে। তারপর খেলা গড়ায় ট্রায়বেকারে। ট্রায়বেকারে পরৈকোড়া ইউনিয়ন ফুটবল একাদশকে ৫ - ৩ গোল ব্যবধানে হারিয়ে ফাইনালে বারশত ইউনিয়ন ফুটবল একাদশের প্রতিদ্বন্দ্বী হিসেবে ফাইনালের টিকিট পাকা করেন হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশ।
আগামীকাল মঙ্গলবার (পহেলা - জুন) বিকেল চারটায় একই মাঠে বারশত ইউনিয়ন ফুটবল একাদশ বনাম হাইলধর ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ।
আজকের খেলায় প্রধান অতিথি হিসেবে সেমিফাইনাল খেলাটি উপভোগ করেন উপজেলা র্নিবাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ জোবায়ের আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর হাসান চৌধুরী।
এবং অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার দেব,চাতরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াসিন হিরু , বারশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ কাইয়ুম শাহ প্রমুখ।