South east bank ad

শরণখোলায় কৌশলগত পরিকল্পনা নেটওয়ার্কের সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ৩১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নইন আবু নাঈম (বাগেরহাট):

বাগেরহাটের শরণখোলায় স্থানীয় জন সাধারণ, জন প্রতিনিধি,সরকারী কর্মকর্তা, সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে দুর্যোগে কৌশলগত পরিকল্পনা নেটওয়ার্ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০ টায় উপজেলার সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের হল্ রুমে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় চালিতাবুনিয়া গ্রাম কমিউনিটির ৫১ জন ব্যক্তি এ সভায় উপস্থিত ছিলেন। কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি ( সি,আই,এস) এর ব্যাবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন ৭১ টেলিভিশনের শরণখোলা সংবাদাতা নজরুল ইসলাম আকন, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য শেখ ওবায়দুল হক, ইউ,পি,সদস্য জাহাঙ্গীর হোসেন খলিফা। সি,আই,এস এর পক্ষ থেকে শরণখোলা উপজেলার ম্যানেজার মোঃ গোলাম রসুল প্রোজেক্টের লক্ষ্যও উদ্দেশ্য বর্ননা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রোজেক্টের স্থানীয় ফিল্ড অফিসার ইমরান পাভেজ, মোঃ নবী হোসেন ও আলো রানী।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: