South east bank ad

মৌলভীবাজারে দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রবাসে যুবকের আত্মহত্যা

 প্রকাশ: ৩১ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

তানভীর আঞ্জুম আরিফ (মৌলভীবাজার):

মৌলভীবাজারের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রবাস থেকে এক জুয়েলারি দোকানের কর্মচারীর আত্মহত্যা করেছেন।‌

সোমবার (৩১ মে) দুপুরে মৌলভীবাজারের সরকারি উচ্চ বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রবাস থেকে মরদেহ উদ্ধার করা হয়।

পারিবার ও হোস্টেলারদের সূত্রে জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দিপ্ত বণিক (২৫) আত্মহত্যা করেছেন। সে মৌলভীবাজার শহরের সেন্ট্রাল রোডের মৃত সেবাল চন্দ্র বণিক এর ছেলে। মাকে নিয়ে পশ্চিমবাজার এলাকার একটি বাসায় ভাড়াটিয়া থাকতেন। তার দুলাভাই দৃষ্টি প্রতিবন্ধী ছাত্রবাসের ইনচার্জ। সেই সুবাদে হোস্টেলে দীপ্ত আসা যাওয়া করতেন।

ঘটনার দিন দুপুরে ছাত্রবাসের দ্বিতীয় তলার একটি কক্ষের দরজা লাগানো দেখেন অন্যান্য হোস্টেলাররা। পরে শিক্ষকের সহযোগিতায় দরজা ভেঙে রুমের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দীপ্তকে দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করেন।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি জিয়াউর রহমান বলেন, আমার প্রাথমিকভাবে যতটুকু ধারণা করছি এটা আত্মহত্যা। পরিবারের কেউই বলতে পারছেন না কি কারণে আত্মহত্যা করেছে।

তবে আমরা বিষয়টার আরো অনুসন্ধান করব। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: