ময়মনসিংহে ট্রাকের সাথে মোটরসাইকেল ধাক্কায় নিহত ১
রাসেল আহমেদ (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে সড়কে উল্টে থাকা ট্রাকে মোটরসাইকেল ধাক্কায় মাসুদুর রহমান বাবুল (৫০) নামে এক আওয়ামীলীগ নেতার মৃত্যু হয়েছে।
নিহত আওয়ামীলীগ নেতা মাসুদুর রহমান বাবুল উপজেলার পাছ-মুসুল্লি গ্রামের আব্দুল মালেক মাষ্টারের ছেলে। তিনি ওই ইউনিয়ন আ'লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।
সোমবার (৩১ মে) ভোররাতে দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের তারঘাট বাজারে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে নান্দাইল হাইওয়ে থানার ওসি মাসুদ খান জানান, রাতের কোন এক সময় একটি ট্রাক কিশোরগঞ্জের দিকে যাওয়ার পথে তারঘাট ব্রিজের উত্তর পাশে উল্টে পড়ে।
ঘটনার পরে ভোররাতে মাসুদুর রহমান বাবুল মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে থাকা ট্রাকের সাথে ধাক্কা খায়। পরে স্থানীয়রা টের পেয়ে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।