কাঠালিয়ার কৈখালী বাজারে অগ্নিকান্ডে ৮টি দোকান পুড়ে ছাই, ৩০লক্ষাধিক টাকার ক্ষতি
মোঃ রাজু খান (ঝালকাঠি):
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে অগ্নিকান্ডে ৮দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আরো বেশ কিছু দোকান। কাঠালিয়া ও ভান্ডারিয়া ফায়ারসার্ভিস দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের সার্বিক খোজ নিতে কাঠালিয়া ফায়ারসার্ভিস স্টেশন অফিসার খোরশেদ আলমের ব্যবহৃত নম্বরটি বন্ধ পাওয়া যায়। স্থানীয় চেচরীরামপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন জোমাদ্দার জানান, সকাল ৬টার দিকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তেই আগুন ছড়িয়ে পরে। এতে একটি ফার্মেসী, একটি ফ্লাক্সিলোড, ২টি হার্ডওয়ার দোকান, ২টি কসমেটিকসের দোকান, মুদি ও চায়ের দোকানসহ ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩০লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলেও ধারণা করেন তিনি।
তিনি আরো জানান, কাঠালিয়া ফায়ারসার্ভিস খবর পেয়েই আগুন নেভাতে ছুটে চলছিলো। ইয়াসের কবলে রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়া কতদূর গিয়ে আবার পথ পরিবর্তন করে ঘুরে যাওয়াতে বেশি সময় লাগছে। ইতিমধ্যে ভান্ডারিয়া ফায়ারসার্ভিস ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনতে শুরু করলে তুমুল বেগে বৃষ্টি পড়তে শুরু হয়। কাঠালিয়া ও ভান্ডারিয়া ফায়ারসার্ভিস ইউনিট যৌথভাবে আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। অগ্নিকান্ডের ফলে ব্যবসায়ীদের পথে বসার উপক্রম হবে বলে দুঃখ প্রকাশ করেন তিনি।