নুরুদ্দিন এম ছাদেক হোসাইন সাউথইস্ট ব্যাংকের ডিএমডি
সাউথইস্ট ব্যাংকের ডিএমডি হলেন নুরুদ্দিন এম ছাদেক হোসাইন। গত ২৭ মে, ২০২১ তাকে উপ-ব্যবস্থাপনাপরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেয়া হয়। তিনি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ প্রবেশনারী অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। ২০০৩ সালে সাউথইস্ট ব্যাংকে এসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগদানের পূর্বে তিনি প্রাইম ব্যাংক লিমিটেড এ কর্মরত ছিলেন। চাকুরি জীবনে তিনি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
পেশাগত কাজের অংশ হিসেবে তিনি সুইজারল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যেও বিভিন্ন দেশ সমুহ ভ্রমণ করেন। তিনি চৌদ্দগ্রাম ব্যংকার্স সোসাইটির প্রতিষ্ঠাতাসহ-সভাপতিসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত রয়েছে এবং সমাজসেবামুলক কাজে নিয়মিত অংশগ্রহণ করেন।
নুরুদ্দিন এম ছাদেক হোসাইন চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের জঙ্গলপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ হতে লোক প্রশাসনে (অনার্স) সহ মাষ্টার্স করা এম ছাদেক একই বিশ্ববিদ্যালয়ের অধিনে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ (আইবিবি) এর ‘ডিএআইবিবি’ ডিপ্লোমাধারী।