ময়মনসিংহে ফাঁসিতে ঝুলে তরুণীর আত্মহত্যা
এইচ এম জোবায়ের হোসাইন:
ময়মনসিংহের ত্রিশালে সদর ইউনিয়নের পাঁচ পাড়া এলাকায় ফাঁসিতে ঝুলে এক তরুণী আত্মহত্যা করেছেন। রোববার (৩০ মে) বিকেলে ঘরের বাঁশের ধন্নাতে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন তিনি । নিহত তরুনীর নাম মোসাম্মৎ রুবি আক্তার ( নূরী) (১৩) । নুরির পিতা কাঠমিস্ত্রি আতিকুল ইসলাম জানান সে প্রায়ই মৃত্যুর হুমকি দিতো। আমি চট্টগ্রামে কাজ করি । ৮ মাস ধরে বাড়িতে এসেছি। নুরি ছোটবেলা থেকেই উপজেলার বৈলর বাসকূড়ি এলাকায় তার নানার বাড়িতে থাকতো। সেখানেই বড় হয়েছে। এক বছর ধরে নূরী নানার বাড়ি থাকে চলে এসেছে। নূরীর পিতা আতিকুল ইসলাম আরো জানান মেয়েটি একটু ঝগড়াটে ছিল । সবার সাথে ঝগড়া করত। এছাড়া সে মানসিক প্রতিবন্ধী ছিল। ত্রিশাল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।