ধোবাউড়ায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
ফয়সাল আহম্মেদ (ধোবউড়া) :
ময়মনসিংহের ধোবাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ বালক (অনুর্ধ্ব-১৭) ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০টায় স্থানীয় ধোবাউড়া বহুমূখী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন ধোবউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেবিড রানা চিসিম।উপজেলা নির্বাহী অফিসার রাফিকুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা হাসান,উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন,ঘোঁষগাও ইউপি চেয়ারম্যান শামসুল হক,পোড়াকান্দলিয়া ইউপি চেয়ারম্যান স্বপন তালুকদার,ধোবাউড়া বহুমুখী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম প্রমুখ।
টুর্নামেন্টে উপজেলার ৭ টি ইউনিয়ন অংশগ্রহণ করে। উদ্বোধনী খেলায় ঘোষগাঁও ইউনিয়ন টাইব্রেকারে ৩-২ গোলে পোড়াকান্দুলিয়া ইউনিয়নকে পরাজিত করে।