বাংলাবান্ধা স্থলবন্দর বন্ধের সময় বৃদ্ধি
মোঃ লিহাজ উদ্দিন (পঞ্চগড়):
বাংলাদেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর পঞ্চগড়ের বাংলাবান্ধা দিয়ে আগামী ৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত আমদানী-রপ্তানী কার্যক্রম ভারতীয় ভ্যারিয়েন্ট সংক্রমনের আতংকে বন্ধ থাকবে।
রোববার সকালে পঞ্চগড় আমদানী-রপ্তানীকারক এসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত মঙ্গলবার (২৫ মে) রাতে স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী, বন্দর শ্রমিক ও এলাকাবাসীর যৌথ সিদ্ধান্তে ৭ দিনের জন্য সকল প্রকার আমদানী-রপ্তানী বন্ধের সিদ্ধান্ত হয়েছিলো।
সংশ্লিষ্টরা জানান, ৭ দিনের জন্য আমদানী-রপ্তানী বন্ধের সিদ্ধান্ত হলেও ব্যবসায়ীদের ভুল বোঝাবুঝিতে গত শনিবার (২৯ মে) বন্দর দিয়ে স্বল্প পরিসরে আমদানী-রপ্তানী কার্যক্রম হয়েছে। পরে ওদিনই এসোসিয়েশনের সিদ্ধান্তে ৩ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত বন্ধের ঘোষণা দেয়া হয়।
বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন বলেন, দেশে গত কয়েকদিন আগে করোনার নতুন ধরণ শনাক্ত হওয়ায় সীমান্ত উপজেলা তেঁতুলিয়ার মানুষেরা একটু চিন্তিত হয়ে পড়ে, বিশেষ করে বন্দর সংশ্লিষ্ট স্থানীয়রা। কারণ, ভারত থেকে আমদানিকৃত পণ্য নিয়ে আসা ট্রাক চালকদের মাধ্যমে করোনার নতুন ধরণ ভ্যারিয়েন্ট সংক্রমণের ঝুঁকি রয়েছে। যেহেতু বাংলাবান্ধাসহ পুরো তেঁতুলিয়া উপজেলার তিন দিকে ভারত সীমান্ত বেষ্টিত তাই স্থানীয় ও উপজেলাবাসীর সুরক্ষার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিলো।
পঞ্চগড় আমদানি-রপ্তানীকারক এসোসিয়েসনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা বলেন, স্থানীয় জনগণের চাহিদার আলোকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সময়ে কোন গাড়ী লোড-আনলোডিং হবেনা বলেও জানিয়েছেন তিনি।