চাঁপাইনবাবগঞ্জ, গোবিন্দগঞ্জ, জয়পুরহাট এবং চৌদ্দগ্রামে এনআরবিসি ব্যাংকের উপশাখার কার্যক্রম শুরু
এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক লিমিটেড সকল ধরণের আধুনিক ব্যাংকিং সেবা নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, জয়পুরহাট সদর এবং কুমিল্লার চৌদ্দগ্রামে শুরু করেছে ব্যাংকিং কার্যক্রম। রোববার ৩০ মে, ২০২১ ভিডিও কনফারেন্সে প্রধান কার্যালয় থেকে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একযোগে ৪টি উপশাখার উদ্বোধন করেন এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল। এসময় ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ফিনান্সিয়াল অফিসার হারুনুর রশিদ, এফআই এন্ড বিডি ডিভিশনের প্রধান কাজী মো. শাফায়েত কবির কানন, সাপোর্ট সার্ভিস ও ব্রাঞ্চেস ডিভিশনের প্রধান মেজর (অব:) পারভেজ হোসেন। নতুন শাখাগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ সম্মানিত গ্রাহকবৃন্দ, ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ব্যাংকের সম্মৃদ্ধি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।