শিরোনাম

South east bank ad

আনোয়ারায় মাঠে গড়ালো বঙ্গবন্ধু বালক অনূর্ধ-১৭ ফুটবল টুর্ণামেন্ট

 প্রকাশ: ২৯ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এম.জাহিদ হাসান হৃদয় (আনোয়ারা):

চট্টগ্রামের আনোয়ারায় উপজেলা প্রশাসনের আয়োজনে আনোয়ারা ক্রীড়া সংস্থা'র পরিচালনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক (অনূর্ধ-১৭) এর উদ্বোধনী খেলা মাঠে গড়িয়েছে।

শনিবার (২৯ মে) বিকাল ৩টায় উপজেলার আনোয়ারা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আনোয়ারা সদর ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বারখাইন ইউনিয়ন ফুটবল একাদশ এর খেলার মধ্যেদিয়ে টুর্নামেন্টর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।

এসময় সাইফুল ইসলাম সাইফু,চাঁন হরি মন্ডল এবং হোসেন ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব তৌহিদুল হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) তানভীর হাসান চৌধুরী। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌস হোসেনসহ উপজেলার বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও ক্রিড়াবিদরা উপস্থিত ছিলেন।

খেলা শুরুর আগে আনোয়ারা সদরে দুষ্কৃতকারীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া আনোয়ারা ফুটবল একাডেমির গোল-কিপার আশরাফের স্বরণে একমিনিট নীরবতা পালন করা হয়।

খেলায় রেফারির দায়িত্বে ছিলেন নাছির এবং তার সহকারী হিসেবে ছিলেন,ইব্রাহিম এবং দিমান বড়ুয়া।

প্রথম খেলায় ট্রাইবেকারে বারাখাইন ইউনিয়ন ফুটবল একাদশকে ৪-৩ গোলে হারিয়ে জয় লাভ করে আনোয়ারা সদর ইউনিয়ন ফুটবল একাদশ।

এর পর পরই আরেকটা খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে পরৈকোড়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশ। উক্ত খেলায় পরৈকোড়া ইউনিয়ন ফুটবল একাদশের ১২ নং জার্সি পরিহিত খেলোয়াড় টিপলু সরদারের গোলে হার মেনে মাঠ ত্যাগ করতে হয় রায়পুর ইউনিয়ন ফুটবল একাদশকে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: