শরণখোলায় ইয়াসে ক্ষতিগ্রস্তদের খাবার পানি দিলেন যুবলীগ নেতা রাজিব
নইন আবু নাঈম (বাগেরহাট):
বাগেরহাটের শরণখোলায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে খাবার পানি ও স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিরণ করেছেন যুবলীগ নেতা ইমরান হোসেন রাজিব। শুক্রবার বিকেলে ও শনিবার সকালে উপজেলার সাউথখালী ইউনিয়নের বগী, চালিতাবুনিয়া ও খুড়িয়াখালী গ্রামের বেড়িবাঁধের বাইরে বসবাসকারী ক্ষতিগ্রস্তদের মাছে এসব সামগ্রী বিরণ করা হয়।
যুবলীগ নেতা ইমরান হোসনে রাজিব জানান, ব্যক্তিগত তহবিল থেকে তিনি প্রত্যেক পরিবারে পাঁচ লিটার বিশুদ্ধ পানি, ১০টি করে খাওয়ার স্যালাইন, ১০টি করে সার্জিক্যাল মাস্ক ও এনার্জি বিস্কুল বিতরণ করেন।